সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২৮ অপরাহ্ন
Menu

ইউনাইটেডকে চোখ রাঙালেন রোনালদো

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  January 13, 20221:56 pm

ওলে গুনার সুলশারকে ছাঁটাই করে রালফ রাংনিককে কোচ করে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টমাস টুখেল, ইউলিয়ান নাগলসমান, ইয়ুর্গেন ক্লপের মতো ম্যানেজারদের গুরু হিসেবে যাঁকে মানা হয় তাঁকে। কিন্তু ইউনাইটেডের দুরবস্থার তেমন পরিবর্তন ঘটেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবটি এ মৌসুমে পয়েন্ট তালিকার সাতে।

ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, রাংনিককে আরও সময় দেওয়া উচিত। তবে পর্তুগিজ তারকা এ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, পয়েন্ট টেবিলের ছয়ে–সাতে থেকে মৌসুম শেষ করার জন্য তিনি ইউনাইটেডে ফেরেননি।

গত বেশ কয়েক মৌসুম ধরেই বাজে সময় কাটাচ্ছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবি। তবে এখনই সম্ভবত ইউনাইটেডকে নিয়ে কথা হচ্ছে সবচেয়ে বেশি। ক্লাবটির সাবেক মিডফিল্ডার পল স্কোলস তো স্পস্ট বলেই দিয়েছেন, ইউনাইটেডের পরিবেশ এখন বিষাক্ত।

স্কোলসের কথাকে সত্য হিসেবে ধরলে ক্রিস্টিয়ানো রোনালদো তাহলে ‘বিষাক্ত’ পরিবেশের মধ্যে আছেন। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, রাংনিকের খেলার কৌশলে ইউনাইটেডের খেলোয়াড়েরা খুশি হতে পারছেন না। মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া এই জার্মান গত সপ্তাহে ইউনাইটেড কোচ হিসেবে প্রথম হার দেখেন।