শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:৫১ অপরাহ্ন
Menu

ইউক্রেন থেকে খাদ্যশস্য পরিবহনে আশাবাদী জাতিসংঘ মহাসচিব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 1, 20223:15 pm

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেন থেকে খাদ্য পরিবহনে আশার বানী শুনিয়েছেন। ইউক্রেনে যুদ্ধের কারণে যে খাদ্য সংকট তৈরি হয়েছে সেটা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে জাতিসংঘ মহাসচিব ইউক্রেন থেকে খাদ্যপণ্য পরিবহনে রাশিয়ার অবরোধ প্রত্যাহারে মস্কোর সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি বলেও জানিয়েছেন। সুইডেনের রাজধানী স্টকহমে প্রধানমন্ত্রী মাগদালেনা আন্ডারসানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন। আন্তোনিও গুতেরেস বলেন, আমার ধারণা কিছু অগ্রগতি আছে। তবে আমরা চুক্তিতে পৌঁছায়নি। অনেক জটিল বিষয় আছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছু পরস্পর সম্পর্কযুক্ত এবং এটা সমঝোতাকে জটিল করে তোলে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। এরপর থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ রয়েছে। জাতিসংঘ বলছে, বিশ্বে খাদ্য সংকট ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রাশিয়া যাতে অবরোধ প্রত্যাহার করে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। পশ্চিমা নেতাদের অভিযোগ, ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে রাশিয়া বিশ্বকে জিম্মি করছে।