যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে বিদ্যুতের সাবস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত এক দশকে এটিই ইউক্রেনের সবচেয়ে ভয়বাহ সড়ক দুর্ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে। এদিনের দুর্ঘটনাস্থলটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রোভেনস্কা জেলায় অবস্থিত বলে জানা গেছে। মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জন নিহতের কথা বলা হলেও পরে এ সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনার সঙ্গে রাশিয়ার কোনও ধরনের সংযোগ থাকার খবর পাওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্টও তার ভাষণে এমন কোনও ইঙ্গিত দেননি।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেন লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই। তিনি বলেন, রুশ বাহিনীর হামলায় বিদ্যুতের তিনটি সাবস্টেশন এবং দুইটি পানির পাম্প স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বাসিন্দদের পরিষেবার ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।