আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৬তম আসর। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় বলিউড তারকাদের নাচ-গানে এর শুভারম্ভ হয়। এদিন স্টেডিয়ামের দর্শক মাত করেন অরিজিৎ সিং থেকে শুরু করে তামান্না ভাটিয়া, রাশ্মিকা মান্দানারা। শুরুতেই মঞ্চ ওঠেন অরিজিৎ সিং। পরিবেশন করেন একের পর এক সুপারহিট গান। অরিজিতের গানের পর নাচে মাতোয়ারা করেন তামান্না ভাটিয়া ও রাশ্মিকা মান্দানারা। এদিকে দীর্ঘ ৩ বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফরম্যাটে ফিরছে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। এদিন উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস।
আহমেদাবাদে বর্ণিল আয়োজনে আইপিএলের ১৬তম আসর শুরু
প্রকাশ : March 31, 20232:48 pm
