রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন
Menu

আসামে বন্যায় মৃত্যু ৯, পানিবন্দি সাড়ে ছয় লাখ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 19, 20223:24 pm

ভারতের আসাম রাজ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ বন্যায় এখন পর্যন্ত রাজ্যটির ২৭ জেলার ছয় লাখ ৬২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা শুরুর আগে এমন দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। পরিস্থিতি বেশি খারাপ হয় বুধবার (১৮ মে)। খবর এনডিটিভির। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নওগাঁ জেলায় দুই দশমিক ৮৮ লাখ, কাছাড়ে এক দশমিক ১৯ লাখ, হোজাইতে এক দশমিক শূন্য সাত লাখ, দারাং-এ ৬০ হাজারের বেশি, বিশ্বনাথে ২৭ হাজার ও উদালগুড়ি জেলায় প্রায় ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, রাজ্যের ১৩৫টি ত্রাণ কেন্দ্রে ৪৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। অন্যদিকে প্রয়োজনীয় পণ্যের ঘাটতি মেটাতে ১১৩টি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাজ্য সরকার বন্যা কবলিত জেলাগুলোতে ১৫০ কোটি রুপি দিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ত্রাণ ব্যবস্থার অংশ হিসাবে রাজ্যটিকে এক হাজার কোটি রুপির অনুমোদন দিয়েছে। এর আগে বন্যা পরিস্থিতির খবর জানতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।