শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
Menu

আসামির দায়ের কোপে এক পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 15, 20225:54 pm

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের দায়ের কোপে হাতের কবজি হারিয়েছেন মো. জনি নামে এক পুলিশ কনস্টেবল। রোববার (১৫ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালাখিল এলাকায় এই ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল শাহাদাত হোসেন ও স্থানীয় বাসিন্দা আবুল কাশেম আহত হন। পুলিশ জানিয়েছে, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে দুই কনস্টেবলসহ তিনজন আহত হন। বিচ্ছিন্ন হয়ে যায় কনস্টেবল জনির বাম হাত। লোহাগাড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোছাম্মৎ নাছিমা জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।