মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন
Menu

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 2, 20223:10 pm

সাভারের আশুলিয়ার একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ সোমবার দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার আজমেরী প্লাজা সংলগ্ন মো. মুরাদের ঝুট গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকার একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ২.৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়াও অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস।