মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৩৩ পূর্বাহ্ন
Menu

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  April 17, 20222:59 pm

অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গত শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ‘তাণ্ডব’ চালায় ইসরায়েলি বাহিনী। সেদিনের সহিংসতায় দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়। এর দুই দিন পর আজ রবিবার ফের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইসরায়েলি পুলিশ। 

স্থানীয় মিডিয়ার বরাতে জানাযায়, রবিবার আল-আকসা মসজিদে আবার ‘তাণ্ডব’ চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এতে অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, আল আকসা পরিদর্শনের জন্য ইহুদি দর্শনার্থী সেখানে আসার কিছুক্ষণ আগে শত শত ফিলিস্তিনি পাথর নিয়ে বিক্ষোভ শুরু করে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইহুদি দর্শনার্থীরা আল-আকসা দেখতে চাইলে তাতে বাঁধা দেয় শত শত ফিলিস্তিনি। এর পরই মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এবং তাদের সরিয়ে দেয়। এদিন সহিংসতার সময় ৯ জন ফিলিস্তিনিকে আটক করা হয় বলে খবরে বলা হয়েছে। ফিলিস্তিন রেড ক্রসের জানিয়েছে, সহিংসতায় অন্তত ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে আহতদের তারা সাহায্যে এগিয়ে এসেছে।