শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
Menu

আরহানের জন্য কঠিন পদক্ষেপ ছিল আমাদের ডিভোর্সের বিষয়টা: আরবাজ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 22, 20217:40 am

বলিউড তারকা দম্পতি আরবাজ খান এবং মালাইকা অরোরা দীর্ঘদিন ধরে সংসার করেছেন। ২০১৬ সালে তারা তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। যদিও তার ছেলে আরহান মালাইকার সাথে আছেন, তারা দুজনেই তাদের দায়িত্ব পালন করছেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক না থাকলেও বন্ধুত্ব বজায় রেখেছেন প্রাক্তন দম্পতি।

মালাইকার সাথে এক সাক্ষাৎকারে আরবাজ বলেন, “আমার ছেলে আরহানের জন্য এটা একটা কঠিন পদক্ষেপ ছিল।” তবে মালাইকার ডিভোর্স সে সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল।
ছেলের জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন জানিয়ে আরবাজ বলেন, ‘এখন মালাইকা আমার সঙ্গে নেই। কিন্তু আজও আমি আমার ছেলের জন্য সবসময় প্রস্তুত।

আরহানের হেফাজত মালাইকার কাছে থাকতে পারে, তবে আমি ওর কাস্টডি পাওয়ার জন্য কখনও লড়াই করিনি। কারণ আমার বিশ্বাস, একজন মায়ের চেয়ে ভালো করে তার সন্তানকে আর কেউ বড় করতে পারে না। এই অবস্থায় আরহানের লালন-পালন নিয়ে কোনও প্রশ্নই তুলেতে পারি না।’

ব্রেক আপের পর বলিউডের তরুণ অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা। তিনি এখন তার থেকে ১০ বছরের ছোট একজন ব্যক্তির সাথে থাকেন। যদিও তারা এখনো বিয়ে করেননি।

অন্যদিকে, ইতালীয় মডেল জর্জিয়া অ্যান্ডিয়ানির সঙ্গে আরবাজের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রয়েছে।