রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন
Menu

আমেরিকার তিন শহরে বন্দুক হামলায় ৯ জন নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 7, 202211:04 am

যুক্তরাষ্ট্রে এবার একসাথে তিনটি শহরে বন্দুক হামলা হয়েছে। প্রাণ গেছে নয় জনের। আহত হয়েছে অন্তত ২৮ জন। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালে এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ফিলাডেলফিয়ার একটি জনবহুল সড়কে দুইজনের মধ্যে দ্বন্দ্ব বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে তাদের ছোড়া গুলিতে বার ও রেস্তোরাঁ থাকা তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এখনো এই ঘটনায় কাউকে আটক করতে পরেনি পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি শটগান উদ্ধার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, একইরকম ঘটনা ঘটেছে টেনেসি রাজ্যের চ্যাটানুগায়। সেখানে মধ্যরাতের পরের ঐ ঘটনায় নিহত হয়েছেন তিনজন, আহত হয়েছেন ১৪ জন। আর, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের স্যাগিনোতে বন্দুক হামলায় তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। হামলায় হতাহতদের সবাই গোলাগুলিতে জড়িত ছিলো। পুলিশ জানায়, প্রথম দুটিতে ভুক্তভোগীদের সঙ্গে হামলার ঘটনার কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু মিশিগানের হতাহত পাঁচজনই ঘটনার সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। নিউ ইয়র্কের এক হামলায় কয়দিন আগে ১০ জন কৃষ্ণাঙ্গ নিহত হন। এর পর টেক্সাসে বন্দুক হামলায় নিহত হয় ১৯ শিশু ও দুই শিক্ষক। পরে ওকলাহোমায় হামলায় দুই চিকিৎসক, একজন রিসিপসনিস্ট ও এক রোগী নিহত হয়েছেন। সবশেষ বৃহস্পতিবার আইওয়া রাজ্যে এক বন্দুকধারীর হামলায় দুই নারী নিহত হয়েছেন।