রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন
Menu

আমার ছেলে, আমার গর্ব, আমার যোগ্য উত্তরসূরি: অমিতাভ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 4, 20215:58 am

সমালোচকেরা এমনিতেই রসিকতা করে বলতেন, বেকার ছেলেকে নিয়ে অমিতাভের বড় চিন্তা। ঘরে তাঁর একমাত্র ছেলে, বেকার!
তারকার সন্তান হওয়া যে সহজ নয়, হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিষেক বচ্চন। প্রথম ছবি ‘রিফিউজি’র (২০০০) আগে থেকেই শুনতে হয়েছে, তিনি ‘যোগ্য পিতার অযোগ্য সন্তান’, ‘বাবার নাম ভাঙিয়ে খান’ ইত্যাদি।

এমনকি ২০০৭ সালে যখন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিয়ে হলো, তখনো তাঁকে একঝুড়ি সমালোচনা হজম করতে হয়েছে।
লোকে বলাবলি করেছে, ঐশ্বরিয়া যে অভিষেক বচ্চনকে বিয়ে করলেন, তার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণও তিনি অমিতাভ বচ্চনের ছেলে। এমনকি ‘রাবণ’, ‘সরকার রাজ’, ‘যুবা’, ‘গুরু’র মতো ছবি দিয়ে নিজের প্রতিভা চেনালেও বন্ধ হয়নি সমালোচকদের মুখ।

বারবার বাবার সঙ্গে তাঁর তুলনা টানা হয়েছে। এবার ছেলের হয়ে সমালোচনার জবাব দিয়ে দিলেন বিগ বি । বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতা উদ্ধৃত করে অভিষেককে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে ঘোষণা করলেন। বললেন, ‘আমার যোগ্য উত্তরাধিকারী।’
সত্যি বলতে, এবার অভিষেকের অগ্নিপরীক্ষা। আগামীকাল শুক্রবার মুক্তি পাবে ‘বব বিশ্বাস’। নাম ভূমিকায় অভিষেক বচ্চন। কলকাতায় শুটিং হওয়া ছবিটি গত এক বছর ধরে নানা কারণে আলোচনায় রয়েছে।
অনেকেই বলছেন অভিষেকের আরেকটি মাইলফলক হতে পারে এই ছবি। এটি ছবির বিজ্ঞাপন, ট্রেলার এবং স্থিরচিত্র দ্বারা নির্দেশিত।

‘বব বিশ্বাস’-এর ট্রেলার দেখে ছেলেটির প্রশংসা করেছেন অমিতাভ নিজেই। বৃহস্পতিবার ছবি মুক্তির আগের দিন ছেলেকে বড় স্বীকৃতি দিলেন অমিতাভ। তিনি বলেন, অভিষেকের বাবা হতে পেরে তিনি গর্বিত।
টুইটারে অভিষেকের দাদা, অর্থাৎ নিজের বাবার একটি কবিতার লাইন উদ্ধৃত করেছেন অমিতাভ। হিন্দিতে লেখা সে লাইনের বাংলা অনেকটা এমন, ‘আমার ছেলে হলেই সে আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকার হবে, সে–ই আমার ছেলে হবে…।’

বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার এই লাইন উদ্ধৃত করে ইংরেজিতে জুড়ে দিয়েছেন আরেকটি বাক্য। লিখেছেন, ‘আমার ছেলে, আমার গর্ব, আমার যোগ্য উত্তরসূরি।’ টুইটারে এই মন্তব্যের পাশে নিজের একটি আবৃত্তির ভিডিও শেয়ার করেন।
বাবার উজাড় করা প্রশংসা অভিষেকেরও নজর এড়ায়নি। বাবার টুইট করা সেই ভিডিও পোস্ট করে তিনি দাদা হরিবংশ রাই বচ্চনের আরেকটি কবিতা উদ্ধৃত করে শপথ নিয়েছেন। লিখেছেন, ‘ব্যস আর কী চাই। কিন্তু তুমি কখনো ক্লান্ত হয়ো না, কখনো থেমে যেয়ো না, ওয়াদা করো…।’

সুজয়কন্যা দিব্যা অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় শুক্রবার আসছে ‘বব বিশ্বাস’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে বলিউড অভিনেতাদের পাশাপাশি দেখা গেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তের মতো একাধিক জনপ্রিয় মুখ।
এই ছবির ট্রেলারেই বোঝা যাচ্ছে ভাড়াটে খুনি বব বিশ্বাস স্মৃতি হারিয়ে ফেলেছেন। যদিও পুলিশের সন্দেহ, তার স্মৃতিবিভ্রাট পুরোটাই নাটক। বব পুরানো দিনের কোনো কথা মনে রাখে না, এমনকি তার স্ত্রী এবং একমাত্র সন্তানের কথা।

স্মৃতি হারালেও মানুষ হত্যার ব্যবসায় ফিরতে হবে বব বিশ্বাসকে। আর তার সঙ্গেই উঠে আসে ছবির গল্প।