ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে এক কাশ্মীরি নারী পণ্ডিত নিহত হয়েছেন। পেশায় তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। মঙ্গলবার (৩১ মে) জম্মু-কাশ্মীরের কুলগ্রাম জেলায় গোপালপোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুলশিক্ষকের নাম রজনী বালা (৩৬)। তিনি জম্মু প্রদেশের সাম্বা জেলার বাসিন্দা। এই স্কুলশিক্ষককে হত্যার মধ্য দিয়ে চলতি মাসে ওই এলাকায় দ্বিতীয়বারের মতো হত্যার ঘটনা ঘটলো। এ মাসেই দুটি হত্যার ঘটনা ঘটে একই এলাকায়। পুলিশ জানায়, গুলিতে আহত রজনীকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। কাশ্মীরে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শিক্ষক হত্যার নিন্দা জানিয়ে বলেন, কাশ্মীর পরিস্থিতি ভালো আছে বলে কেন্দ্রীয় সরকার যে দাবি করে তা ভুয়া। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন আরেক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি বলেন, নিরস্ত্র মানুষের ওপর চালানো হামলার ধারাবাহিকতায় এটি আরেকটি টার্গেট কিলিং।
আবারও কাশ্মীরি পণ্ডিত খুন, এবার স্কুলশিক্ষক
প্রকাশ : May 31, 202210:09 am
