বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। রোববার (১৫ মে) খাগড়াছড়ি সদরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি য়ংড বৌদ্ধ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহাজন পাড়া জনবল বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। এর আগে প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রূপনা চাকমা উপস্থিত ছিলেন। মঙ্গল শোভাযাত্রায় হাজার হাজার বৌদ্ধ ধর্মীয় নরনারী অংশগ্রহণ করেন। এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও ভিক্ষুদের পিণ্ড দানসহ নানাবিধ দান করা হয়। এছাড়াও সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন ও ফানুস উত্তোলন করা হবে।
আজ বুদ্ধ পূর্ণিমা, খাগড়াছড়িতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
প্রকাশ : May 15, 20226:05 am
