শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন
Menu

আজ নবান্ন, বাংলার ঘরে ঘরে তৈরী হবে নতুন ধানের নৈবেদ্যে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  November 16, 202212:21 pm

অগ্রহায়ণের প্রথম দিন আজ। শহরের কোলাহল ছেড়ে আজ গ্রামের দিকে তাকালে নিমেষেই চোখ জুড়াবে, নয়নাভিরাম সেই দৃশ্য দেখে তাই হয়তো ছন্দের যাদুকর জীবনানন্দ এই বাংলায় আবারও ফিরে আসার আকুতি করেছিলেন। চেয়েছিলেন, ধানসিঁড়িটির তীরে এই বাংলায় শঙ্খচিল, শালিক অথবা ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে ফিরে আসতে। শুধু জীবন দাসই নন, অগ্রহায়ণের রূপের বন্দনায় মুখর ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথও। গ্রামীণ জনপদে আজ লক্ষ্য করলে দেখা যাবে- সাতসকালে কাস্তে হাতে কৃষক ছুটেছেন মাঠে বোনা তার স্বপ্ন ঘরে তুলতে, মেঠো পথগুলোতে শিশু-কিশোরদের উল্লাস। আর বহু ত্যাগ তিতিক্ষার প্রতীক বঙ্গললনাদের মুখ এক চিলতে হাসি। কেননা আজ ঘরে নতুন ধান উঠবে, আজ নবান্ন, হিম হেমন্তের দিনে বাঙালির অন্যতম উৎসব। আজ মেয়ে-জামাই নাইওরে বাপের বাড়ি আসবে, নানা ব্যঞ্জন দিয়ে নতুন চালের ভাত খাওয়া হবে, মসজিদে দেওয়া হবে শিন্নি, করা হবে দোয়া। আর হিন্দুদের ঘরে প্রচলিত আছে মাঙ্গলিক অনুষ্ঠানের। তারা নতুন অন্নের নৈবেদ্য সাজিয়ে পিতৃপুরুষ, দেবতা, কাক প্রভৃতি প্রাণীকে উৎসর্গ এবং আত্মীয়স্বজনকে পরিবেশন করবেন। কৃষিপ্রথা চালু হওয়ার পর থেকে বাংলার ঘরে ঘরে নবান্ন উৎসব পালন হয়ে আসছে। হালে নবান্ন শুধুই কৃষিজীবির উৎসবে পরিণত হয়েছে। একসময় অগ্রহায়ণই ছিল বাংলা বছরের পয়লা মাস। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ নবান্ন উৎসব পালন করেন। তবে যুগের আধুনিকতার সঙ্গে নবান্ন অনেকটা আধুনিক হয়েছে। ঢেঁকি থেকে মুখ ফেরানো কৃষক এখন নির্ভর হয়েছে মেশিনে। এখন দেশের বড়ো বড়ো শহরগুলোতে নবান্ন উৎসব বেশ জাঁকজমকভাবেই উদযাপন করা হচ্ছে। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে আজ আয়োজন হবে জাতীয় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে ‘নবান্ন উৎসব-১৪২৯’। সকাল থেকে রাত পর্যন্ত চলবে আনন্দ আয়োজন।