আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। এউপলক্ষে আজ দেশের বিভিন্ন স্থানে কবিকে স্মরন করে পালন করা হচ্ছে ‘বিদ্রোহীর শতবর্ষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কবিপত্নীর প্রমীলা দেবীর জন্মস্থান উপজেলার ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, পুস্তক ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মানিকগঞ্জ নজরুল প্রমীলা পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন বাবর, নজরুল প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান, নজরুল প্রমীলা ইন্সষ্টিটিউটের সভাপতি বাবুল আক্তার মঞ্জু, নজরুল গবেষক কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মোল্লা প্রমুখ।এসময় তেওতা জমিদারবাড়িতে নজরুলে স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়সহ একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান এলাকাবাসী। বিকেলে হরিরামপুরের পোদ্দারবাড়িতে থাকছে নজরুলের ঘুড্ডি মেলা।
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী
প্রকাশ : May 25, 202212:12 pm
