রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন
Menu

আগুনে পুড়ল এ্যাডভেঞ্চার-৯

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 28, 20224:16 am

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙ্গর করে রাখা বরিশাল রুটের এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে ভয়াবহ অগ্নিকা-ন্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাতটি ইউনিটের মাধ্যমে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলার অধিকাংশ কেবিন পুড়ে গেছে। তবে এর কয়েক ঘণ্টা আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খালি লঞ্চে আগুনের ঘটনা ষড়যন্ত্র বলে দাবি করেছেন লঞ্চ মালিক পক্ষ।

রাজধানীর আরও ৩ স্থানে আগুন

আগুন আতঙ্কে নামতে গিয়ে গৃহবধূর মৃত্যু ॥ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও বাজারে কাঠ ও ফার্নিচারের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কাঠ ও ফার্নিচার সামগ্রী পুড়ে গেছে। তবে আগুন আতঙ্কে নিচে নামতে গিয়ে ভবন থেকে পড়ে রোমানা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের বাবা দ্বীন ইসলাম বলেন, রোমানা সবুজবাগের শাহিবাগ এলাকায় একটি আটতলা ভবনে সপরিবারে থাকত। ওই ভবনের কাছে শাহিবাজারে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে, সে আগুন লাগার দৃশ্য দেখতে আট তলার ছাদে ওঠে। তখন সে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে জানান। তবে সবুজবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ আজগর আলী জানান, যেই দোকানে আগুন লেগেছে, সেখানে থেকে দুর্ঘটনায় পতিত নারীর ভবনটি অনেক দূরে। রাস্তার এপাশ-ওপাশে। আগুন আতঙ্কে আশপাশের ভবনের অনেক বাসিন্দা নিচে নিরাপদ স্থানে চলে আসেন। তখন ওই নারীও নিচে নামছিলেন। দ্বিতীয় তলার সিঁড়ির রেলিং ছিল না। ওই নারী দ্বিতীয় তলা পর্যন্ত নামার পর সিঁড়ি থেকে নিচে পড়ে আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে ভোর প্রায় সাড়ে ৪টার দিকে পোস্তগোলা আয়রন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিটের চেষ্টায় সকাল সোয়া ৬টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসাইন জানান, ভোরবেলায় অনেকে ঘুমিয়ে ছিলেন। তখনই এ ঘটনা ঘটে। আগুনে ওই মার্কেটের অনেক দোকানের মালামাল পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক অগ্নিকান্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

এদিকে সকাল ৮টা ৫১ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ভেতরে নার্সিং ইনস্টিটিউটের মেসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এরশাদ হোসেন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মেসের কিছু মালামাল পুড়ে গেছে। এছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।