রবিবার, ০৪ Jun ২০২৩, ০৮:০২ পূর্বাহ্ন
Menu

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  May 24, 202310:56 am

ভোটে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। দোহায় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের অধিবেশনে বুধবার দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐ সম্মেলনে অংশ নিতে এখন কাতারে রয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, সংগ্রাম করে মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। এখন মানুষ যাকে ইচ্ছা ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। ভোট দিয়ে নির্বাচিত করার ক্ষমতা এখন জনগণের কাছে। আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। যেসব দেশ নির্বাচন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছে তারা পর্যবেক্ষক পাঠাতে পারে।এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ চেয়েছে বলেই টানা ক্ষমতায় থাকতে পারছি। জনগণ ভোট দিলেই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, না দিলে নয়।বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার। সবার সাথেই বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়। শেখ হাসিনা আরও বলেন, সারাবিশ্বেই নিত্যপণ্যের দাম বেড়েছে শুধু বাংলাদেশ নয়। তারপরও মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য বিকল্প অনেক পদক্ষেপ নেয়া হয়েছে।’ কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ফোরামে যোগ দিতে সোমবার দোহায় পৌঁছান শেখ হাসিনা। ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া কাতার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। ৩ দিনের সফর শেষে বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

সুত্রঃ বাসস