সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
Menu

অস্ত্রসহ গ্রেপ্তার ঠাণ্ডা শামীম বাহিনীর সর্দারসহ ১১ জন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  June 4, 20228:02 am

ঠাণ্ডা শামীম বাহিনী। নামে ঠাণ্ডা হলেও, তাদের কারবার মোটেও ঠাণ্ডা নয়। বিভিন্ন জেলায় ডাকাতি করে বেড়ানোই ছিলো তাদের পেশা। এই ডাকাত চক্রের সর্দারসহ ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের সময়ও তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। শুক্রবার (৩ জুন) রাতে ঢাকার সাভার থানাধীন বালিয়ারপুর মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তদের গ্রেপ্তার করা হয়। পরের দিন রাজধানীর কারওয়ান বাজারে এক ব্রিফিংয়ে বিস্তারিত জানান, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র‍্যাব মিডিয়া সেন্টারে তিনি বলেন, ঠাণ্ডা শামীম বাহিনী দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করতো। কখনো সাধারণ মানুষের ঘরে, আবার কখনো গাছ কেটে রাস্তায় বাধা তৈরি করে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন মালামালের গুদামে ডাকাতি করে আসছিল তারা। এছাড়াও, আইন-শৃঙ্খলা বাহিনীর গতিবিধির উপর নজরদারি করে মূল ডাকাত দলের কাছে তথ্য সরবরাহ করতো। অনুকূল সংকেত পাওয়া মাত্রই, ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যেতো তারা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।