মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন
Menu

অষ্টম শ্রেণির বিজ্ঞান

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 15, 202212:56 pm

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৭৪। প্রোফেজ দশাতে

i. স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়

ii. নিউক্লিয়াস আকারে বড় হয়

iii. ক্রোমোজোম হতে ক্রোমাটিড গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

) i ii ) i iii

) ii iii ) i, ii iii

৭৫। মাইটোসিস বিভাজনের স্বল্পস্থায়ী ধাপ কোনটি?

) মেটাফেজ ) অ্যানাফেজ

) প্রোমেটাফেজ ) টেলোফেজ

৭৬। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়?

) প্রোফেজ ) অ্যানাফেজ

) প্রোমেটাফেজ ) টেলোফেজ

৭৭। কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?

) প্রোফেজ ) মেটাফেজ

) প্রোমেটাফেজ ) টেলোফেজ

৭৮। ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো মোটা দেখায় কোন দশাতে?

) টেলোফেজ ) অ্যানাফেজ

) প্রোমেটাফেজ) মেটাফেজ

৭৯। কোন ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার দিয়ে আটকে থাকে?

) মেটাফেজ ) অ্যানাফেজ

) প্রোফেজ ) টেলোফেজ

৮০। কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?

) মেটাফেজ) অ্যানাফেজ

) প্রোফেজ ) টেলোফেজ

৮১। কোন ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?

) মেটাফেজ ) অ্যানাফেজ

) প্রোফেজ) টেলোফেজ

৮২। প্রোমেটাফেজ দশাতে

i. নিউক্লিওলাস বিলুপ্ত হয়

ii. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়

iii. ক্রোমাটিড গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

) i ii ) i iii ) ii iii ) i, ii iii

৮৩। টেলোফেজ ধাপে

i. অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে

ii. নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে

iii. উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত মাকু তন্তু সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

) i ii ) i iii ) ii iii ) i, ii iii

৮৪। কোন ক্ষেত্রে সমীকরণিক বিভাজন ঘটে?

) পরাগরেণু সৃষ্টিতে ) শুক্রাণু তৈরিতে

) ডিম্বাণু তৈরিতে

) উদ্ভিদের অযৌন জননে

৮৫। সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস ঘটে

i. পরাগধানীর মধ্যে ii. ডিম্বাশয়ের মধ্যে iii. ডিম্বকের মধ্যে

নিচের কোনটি সঠিক?

) i ii ) i iii ) ii iii ) i, ii iii

৮৬। বংশগতির ভৌতভিত্তি বলা হয় কোনটিকে?

) নিউক্লিয়াসকে ) সাইটোপ্লাজমকে

) ক্রোমোজোমকে ) মাইটোকন্ড্রিয়াকে

৮৭। ক্রোমোজোম নিচের কোন দুটি অংশ নিয়ে গঠিত?

) ক্রোমোমিয়ার সেন্ট্রোসোম

) ক্রোমাটিড ক্রোমোমিয়ার

) ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার

) ক্রোমোমিয়ার সেন্ট্রোমিয়ার

৮৮। নিচের কোন জীবের ক্রোমোজোমে জঘঅ থাকে?

) TMV ) T2 dvh

) HIV ) প্যাপিলোমা

৮৯। DNA হলো

i. রাইবোনিউক্লিক এসিড

ii. ক্রোমোজোমের প্রধান উপাদান

iii. জিনের রাসায়নিক রূপ

নিচের কোনটি সঠিক?

) i ii ) i iii √) ii iii ) i, ii iii

৯০। ক্যারিওকাইনেসিস শুরুর আগে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজকে কী বলে?

) প্রোফেজ) ইন্টারফেজ

) প্রোমেটাফেজ ) মেটাফেজ

৯১। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?

) প্রোফেজ ) অ্যানাফেজ

) মেটাফেজ ) টেলোফেজ

৯২। কোন ধাপে নিউক্লিয়ার পর্দার পুনঃআবির্ভাব ঘটে?

) প্রোমেটাফেজ ) অ্যানাফেজ

) মেটাফেজ) টেলোফেজ

৯৩। কার অংশ মিলিত হয়ে কোষ পেট তৈরি করে?

) ক্লোরোপ্লাষ্ট ) মাইটোকন্ড্রিয়া

) গলগিবডি

) এন্ডোপ্লাজমিক জালিকা

৯৪। মানবদেহে মাইটোসিসে উৎপন্ন প্রতিটি অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা

) ৪৮) ৪৬ ) ৪৪ ) ২৩

৯৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমাটিডগুলো বিচ্ছিন্ন হয়?

) প্রোফেজ) অ্যানাফেজ

) প্রোমেটাফেজ ) অ্যানাফেজ

৯৬। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?

) জিন ) ক্রোমোজোম

) নিউক্লিয়াস ) সেক্স ক্রোমোজোম

৯৭। প্রাণিকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে?

) ফারোয়িং ) কোষপ্রাচীর গঠন করে

) প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়ায় ) স্পিন্ডল তন্তুর মাধ্যমে