রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন
Menu

অভিনেত্রী জ্যাকুলিনকে আটক করা হয় মুম্বাই বিমানবন্দরে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  December 7, 20211:46 am

প্রতারক ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের কারণে বিপাকে পড়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রীকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

মুম্বাই বিমানবন্দরে তাকে আটক করা হয়। জ্যাকুলিনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে।
দিল্লির রোহিণী জেলের বন্দি ‘ঠগবাজ’ চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার জালিয়াতির পাশাপাশি আরও ২০টি আর্থিক আত্মসাতের মামলায় তার নাম রয়েছে।

কয়েকদিন আগে জ্যাকুলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, ছবিটি এপ্রিল থেকে জুনের মধ্যে তোলা। সেই সময় চন্দ্রশেখর অন্তর্বর্তী জামিনে মুক্তি পান।
খবর সূত্রে, চেন্নাইয়ে চারবার দেখা হয়েছে জ্যাকুলিন ও চন্দ্রশেখরের। ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রশেখর জ্যাকুলিনকে গালে চুমু খাচ্ছেন। আর সেই ছবিকে তিনি সেলফি হিসেবে রাখছেন আয়নার প্রতিফলনে। অভিযোগ, সুকেশের হাতে আইফোন ১২, ইসরায়েলি সিম কার্ডের সাহায্যে প্রতারণা করেন তিনি।
এর আগে জ্যাকুলিন দাবি করেছিলেন যে তিনি সুকেশকে চিনতেন না। কিন্তু অনেকের দাবি, ছবিটি অন্য কথা বলছে। শোনা যাচ্ছে, জ্যাকুলিনকে ১০ কোটি টাকা উপহার দিয়েছেন সুকেশ।

এর মধ্যে রয়েছে ৫২ লাখ রুপি মূল্যের একটি ঘোড়া এবং ৯ লাখ রুপি মূল্যের একটি পারস্য বিড়াল। অভিযোগ, জেলে থাকাকালীন জ্যাকুলিনের সঙ্গে ফোনে কথা বলতেন সুকেশ।

এমন পরিস্থিতিতে রবিবার দুবাই যাচ্ছিলেন জ্যাকুলিন। সেখানে নাকি একটি লাইভ শোতে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু মুম্বাই বিমানবন্দরে তাকে থামানো হয়। লুকআউট নোটিশও জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসাররা জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনতে চলেছেন।