শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন
Menu

অবশেষে জুঁটিবেধে বড় পর্দায় আসছেন আবির ও মিমি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ :  March 3, 20232:15 pm

জুঁটি হিসাবে পর্দায় আসেননি টালিগঞ্জের অন্যতম দুই সেরা অভিনেতা আবির ও মিমি। এবার তারা একই ছবিতে জুঁটিবেধে অভিনয় করেছেন। জানা গেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরের ছবিতে এবার জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এই দুই অভিনেতার প্রথম ও শেষ একসঙ্গে কা্জ করা হয়েছিলো ব্লাকবাস্টার ‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে। সেই ছবিতে আবিরের নায়িকা ছিলেন পায়েল সরকার। এরপর দুজনেই অনেক ছবিতে কাজ করেছেন। গঙ্গার জল গড়িয়েছে অনেক দূর কিন্তু এখনও পর্যন্ত একে অপরের বিপরীতে দেখা যায়নি আবির ও মিমিকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরের ছবিতে সেই আক্ষেপ মিটছে, যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে সব ঠিক থাকলে চলতি বছর পুজোয় মুক্তি পাবে ছবিটি। এই দুই পরিচালক পরিকল্পনা করেই তাদের ছবি পুজোর সময় মুক্তি দেন না। তবে নিয়ম এবার তারা নিয়ম ভাঙ্গছেন। কারণ, ছবির কাহিনীর সঙ্গে পুজোর একটি ভালো সম্পর্ক রয়েছে। টালিপাড়ার সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই সিনেমার পটভূমি রচিত হয়েছে বাস্তব এক ঘটনাকে কেন্দ্র করেই। পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দেয়া এক বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হবে ছবিটি। আবির-মিমি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনুসূয়া মজুমদারকে। দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে ভিক্টরকে। ১৫ মার্চ থেকে শুরু হবে শুটিং পর্ব।