সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে করোনামুক্ত হয়ে বর্তমানে দলের সঙ্গে চট্টগ্রামেই রয়েছেন তিনি। আজ শনিবার সকালে মাঠে অনুশীলন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সকাল ১০ টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসেন সাকিব। সেখানে এসে প্রথমে উইকেট দেখেন। এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কথা বলেন। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন। এরপর ব্যাটিং অনুশীলন করেন সাকিব। উল্লেখ্য যে, সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। দুদলের মধ্যকার প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে শুরু হবে।
অনুশীলনে সাকিব
প্রকাশ : May 14, 20225:40 am
