অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাবটি জানিয়েছে, এই দুই সপ্তাহ মেসি পিএসজির কোনো অনুশীলন বা খেলায় অংশ নিতে পারবে না।গত রোববার ঘরের মাঠে হারের পর পরিবার নিয়ে সৌদি আরবে সফরে যান সাতবারে ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এদিকে বিবিসি জানিয়েছে, সৌদি আরবের পর্যটন শুভেচ্ছা দূত মেসি যাওয়ার আগে পিএসজির অনুমতি চেয়ে ব্যর্থ হন। পরে ক্লাব অনুমতি না দিলেও ছুটি কাটাতে চলে যান তিনি। কিন্তু বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি পিএসজি কর্তৃপক্ষ। একদিকে ক্লাবের সঙ্গে টানাপোড়েন, তার ওপর এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ, সব মিলিয়ে নিষেধাজ্ঞার এই ঘটনায় নতুন করে পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে ধাক্কা খেলেন এই তারকা।
অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করায় দুই সপ্তাহের জন্য পিএসজিতে নিষিদ্ধ মেসি
প্রকাশ : May 3, 202310:49 am
