চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় অবশেষে ফর্মে ফিরলেন। শুধু ফর্মেই ফিরলেন না, কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে স্পর্শও করলেন আইপিএলে অনন্য রেকর্ড করে। রবিবার ১ মে রুতুরাজ দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ১০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন। শচীনের সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ড ভাগ করে নিলেন তিনি। শচীন এবং রুতুরাজ দুইজনেই ৩১ তম ইনিংসে এক হাজার রান হয়েছেন। রুতুরাজ চেন্নাইয়ের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে মার্কো জানসেনকে ছক্কা হাঁকিয়ে ১০০০ রান করে ফেলেন। এদিন, আইপিএলের ৪৬ নম্বর ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই ২ উইকেট হারিয়ে ২০২ রান তোলে। সৌজন্ময় রুতুরাজ (৫৭ বলে ৯৯) ও ডেভন কনওয়ে (৫৫ বলে অপরাজিত ৮৫)। আইপিএলে ইনিংসের বিচারে দ্রুততম ১০০০ রান করেছেন যারা- শচীন টেন্ডুলকার-৩১ ইনিংস, সুরেশ রায়না- ৩৪ ইনিংস, দেবদত্ত পাড়িক্কল-৩৫ ইনিংস, রোহিত শর্মা- ৩৭ ইনিংস, গত মৌসুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন রুতুরাজ। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। গড় ৪৫.৩৫। স্ট্রাইকরেট ১৩৬.২৬। সেই সঙ্গে ছিল ৪টি অর্ধ শতরান ও ১টি শতরান। চেন্নাই এই মৌসুমে নিলামের আগে রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) ও গায়কোয়াড়কে (৬ কোটি) ধরে রেখেছিল।
অনন্য ইতিহাস গড়ে শচীনের পাশে রুতুরাজ
প্রকাশ : May 2, 20221:21 pm
