নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া না দেওয়ায় যাত্রীদের মেরে রক্তাক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চালকদেরকে আটক করে আহত যাত্রীদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ আদায় করে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানান ইউএনও। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সকালে সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তা মাথায় অটোরিকশাস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভিডিওটিতে দেখা যায়, রাস্তার মাথা থেকে জেলা সদরের সোনাপুরের ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিকশা চালকরা কয়েকজন যাত্রীকে মারধর করছে। অটোরিকশা চালকদের হামলায় রক্তাক্ত এক যাত্রীকে তাদের কবল থেকে রক্ষার চেষ্টা করছেন শিশু কোলে এক নারী। ভুক্তভোগীরা জানান, সুবর্ণচরের চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে সোনাপুরের অটোরিকশার নির্ধারিত ভাড়া ৬০ টাকা। কিন্তু চালকরা ঈদের পর থেকে যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ১৫০-২০০ টাকা। আট কপালিয়া বাজার থেকে ৫০ টাকার ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। এছাড়াও বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০/৬০০ টাকা আদায় করা হচ্ছে। এ ব্যাপারে সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যা জানান, খবর পেয়ে অভিযুক্ত অটোরিক্সা চালকদেরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে উভয় পক্ষের উপস্থিতিতে আহতদের চিকিৎসার জন্য ৮ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে বিষয়টি মীমাংসা করে ফেলা হয়। এ ঘটনার পর উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস এবং সিএনজি অটোরিকশা আটক করে। এর মধ্যে কয়েকটিকে অর্থদণ্ড করা হয়।
অতিরিক্ত ভাড়া না দেয়ায় যাত্রীদের মেরে রক্তাক্ত করার অভিযোগ
প্রকাশ : May 10, 20229:08 am
